বাড়িতে বসে উপার্জন করুন লাখ টাকা, দেখে নিন অল্প পুঁজির সেরা ব্যাবসার আইডিয়া

Jan 16, 2024 - 00:44
 0  102
বাড়িতে বসে উপার্জন করুন লাখ টাকা, দেখে নিন অল্প পুঁজির সেরা ব্যাবসার আইডিয়া

দিন দিন বাড়ছে জিনিসপত্রের দাম। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংসার খরচ। তাই বর্তমানে অনেকেই চাকরির পাশাপাশি বাড়তি আয়ের জন্য সাইড বিজনেস (Side Buisness) হিসেবে বিভিন্ন ধরনের কাজ করার চেষ্টা করছেন। সেই কারণেই এখানে এমন কিছু কম পুঁজির ব্যাবসার আইডিয়া (Low Investment Buisness Idea) -র কথা আজকে জানাবো, যা যে কোনও ব্যক্তি চাকরির পাশাপাশি করতে পারেন।

১) প্লেসমেন্ট সার্ভিস (Placement Service) : আজকাল সমস্ত কোম্পানি এবং ইনস্টিটিউটে প্লেসমেন্ট এজেন্সির মাধ্যমে নিয়োগ করা হয়। বিশেষ করে সিকিউরিটি গার্ড, সুইপার, হেল্পার এবং সব ধরণের টেকনিক্যাল লোক মূলত কোনও না কোনও নিয়োগকারী সংস্থার মাধ্যমে নিয়োগ করা হয়। আপনি আপনার বাড়িতে একটি প্লেসমেন্ট এজেন্সি খুলতে পারেন। তারপরে আপনি বড় সংস্থার সঙ্গে জুটি বেঁধে, এবং আপনার এজেন্সির মাধ্যমে বেকারদের কর্মসংস্থান দিতে পারেন।

২) ট্রান্সলেটর (Translator) : বইয়ের ক্ষেত্রে এবং ফ্রীল্যান্সিং মার্কেট প্লেসে অনুবাদক অথবা ট্রান্সলেটরের চাহিদা রয়েছে। অনুবাদ সাধারণত ২ ধরনের হয়ে থাকে। ভাবানুবাদ এবং আক্ষরিক অনুবাদ। আপনি যদি কমপক্ষে এক ধরনের অনুবাদও জানেন, তাহলে চাকরির পাশাপাশি ব্যবসা করতে পারেন অনুবাদ করার মাধ্যমে। দুই ধরনের অনুবাদ জানলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য উত্তম বিষয়।

৩) অনলাইন ব্যবসা (Online Business) : আপনি চাইলে খুব কম টাকায় একটি অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। আপনি ফ্লিপকার্ট-অ্যামাজনের মতো ওয়েবসাইটের মাধ্যমে পণ্য বিক্রি করতে পারেন। এর জন্য, আপনাকে প্রথমে এই তথ্য সংগ্রহ করতে হবে কোন পণ্যের চাহিদা বেশি। আপনি সরাসরি সেই পণ্য প্রস্তুতকারকের সাথে যোগাযোগ করতে পারেন। এরপর কিছু জিনিস নিয়ে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করে ধীরে ধীরে এগোতে পারেন বড় উপার্জন ও বিনিয়োগের দিকে।

৪) ই-কমার্স প্ল্যাটফর্ম (E-Commerce Platform) : ইন্টারনেটভিত্তিক কেনাকাটার জন্য ই-কমার্স সাইটের জনপ্রিয়তা দিনে দিনে বেড়েই চলেছে। যার ফলে বাড়ছে ই-কমার্স প্লাটফর্মে ব্যাবসার পরিধি। ঘরে বসে এই ব্যবসা করা যায়। যে সমস্ত বড় ই-কমার্স ওয়েবসাইট বা প্লাটফর্ম রয়েছে সেখানে আপনিও খুব সহজে নিজের ব্যবসা গড়ে তুলতে পারেন।

আরও পড়ুন : প্রতিদিন ১০০ টাকা জমিয়ে কোটিপতি! এই ফর্মুলায় টাকা রাখলে আপনিও হবেন কোটিপতি

৫) ফ্রিল্যান্সিং (Freelancing) : এখনকার দিনে ফ্রিল্যান্সিং কাজের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে। লেখালেখি, ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, মেকআপ আর্টিস্ট, ডিজাইনার ইত্যাদি ক্ষেত্রে ফ্রিল্যান্সিং কাজ করে অনেকে প্রতি মাসে অনেক টাকা উপার্জন করে থাকেন। আপনি Freelancer, Fiverr, Simply Hired, Flexjobs, Guru মত ওয়েব সাইটে ফ্রিল্যান্সিং কাজ করে মাসে প্রচুর টাকা আয় করতে পারবেন।

৬) সোশ্যাল মিডিয়া (Social Media) : এই ব্যবসা করার জন্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভাল জ্ঞান থাকা জরুরি। বহু সংস্থাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পণ্যের ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) করার জন্য এমন এক্সপার্ট নিয়োগ করে থাকে। সপ্তাহান্তে খুব সহজেই এই ব্যবসা ভাল বিকল্প। এতে দুর্দান্ত আয় হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow