ডিভোর্সের পথে সাইফ-কারিনা?

Mar 27, 2025 - 12:47
 0  45
ডিভোর্সের পথে সাইফ-কারিনা?

বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপর হামলার পর থেকে আরও একটি বিষয় নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে বেশ আলোচনা-সমালোচনা। কারিনা কাপুরের সঙ্গে নাকি খানিক সম্পর্কের অবনতি হয়েছে তার? এমনকি ডিভোর্স নিয়েও চলছে আলোচনা।

এমন একরাশ জল্পনার মাঝেই সাইফের পুরোনো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রয়েছে। যেখানে ডিভোর্সকে ‘খরচ সাপেক্ষ’ বলে উল্লেখ করেছে সাইফ। নব্বইয়ের দশকে অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ।

১৩ বছর এক ছাদের নিচে থাকার পর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। দুই সন্তান সারা আলি খান ও ইব্রাহিম আলি খানকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন অমৃতা। সেই সময়টা খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে অভিনেতাকে। অমৃতার সঙ্গে বিয়ে ভাঙার পর সাইফকে অনেক টাকা দিতে হয়েছিল বলেও জানান।

অভিনেতার জানান, প্রাথমিক ভাবেই আড়াই কোটি টাকা অমৃতার হাতে তুলে দিতে হয়েছিল তাকে। তারপর প্রতি মাসে প্রায় এক লাখ টাকা করে দিতে হতো। সারা ও ইব্রাহিমের বড় হওয়া পর্যন্ত এই টাকা দেওয়ার চুক্তি হয়েছিল তাদের।

সাইফের কথায়, ‘আমি সেই সময়টা আর কল্পনাও করতে চাই না। তবে এটাও ঠিক একটা সময় এতটাই তিক্ততা তৈরি হয় যে মানুষ নিজেকে কোনও সম্পর্কে সেভাবে আবদ্ধ রাখতে চান না।’

শেষে বলেন, ‘সেই কারণেই সামর্থ্য না থাকলেও হয়ত ডিভোর্সের দিকে এগোতে হয়। এর জন্য অনেক টাকাও খরচ হয়। যা সত্যিই কল্পনার বাইরে। তবু একটা সময় পর সব কিছু মানিয়ে নিতে হয়।’ আপাতত কারিনা- সাইফ এর ডিভোর্স এর কোনা সম্ভাবনা নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow