অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে দিতিপ্রিয়া

Oct 11, 2025 - 10:03
 0  1
অসুস্থতার খবর জানিয়ে অপারেশন থিয়েটারে দিতিপ্রিয়া

নিজের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে সম্প্রতিই অনুরাগীদের উদ্বেগ বাড়িয়ে দেন ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তিনি জানান, তিনি অসুস্থ, তাই তার নাকে প্রয়োজন অস্ত্রোপচারের। এরপর গত বুধবার এই অভিনেত্রীর নাকের অস্ত্রপচার সম্পন্ন হয়। 
তবে এ নিয়ে তার ভক্তমহল উদ্বেগের মাঝেই সদ্যই হাসপাতালের বেড থেকে সুসংবাদ জানালেন অভিনেত্রী। মূলত, দিতিপ্রিয়ার অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি টিআরপি তালিকায় বেঙ্গল টপার অর্জন করেছে; সেটি জানিয়েই উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী।
এছাড়াও অনুরাগীদের সব উদ্বেগের অবসান ঘটিয়ে দিতিপ্রিয়া তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। 
সেখানে তিনি লেখেন, অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত কিছুদিন বিশ্রাম নিয়ে এরপর আবারও কাজে ফিরব। আপনাদের সকলের প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।
অভিনেত্রী তার পোস্টে আরও লেখেন, আমাদের ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ এখন বেঙ্গল টপার। তবে এই স্থান পাওয়ার থেকেও, ধরে রাখা আরও কঠিন। এই বিশাল কৃতিত্ব ধারাবাহিকের অসাধারণ অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের জন্য। আর আমার ভালোবাসার দর্শকদের ছাড়া এটা সম্ভব হতো না।
এর আগে অসুস্থতার খবর জানিয়ে এই অভিনেত্রী লিখেছিলেন, এর আগে শুটিংয়ের ব্যস্ততার কারণে তিনি এই অপারেশন করাতে পারেননি। অসুস্থতার কারণে শুটিং চালাকালিন একবার তার নাক থেকে রক্তপাতও হয়েছিল। এরপর থেকেই চিন্তায় পড়ে যান তার ভক্ত-অনুরাগীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow