ব্লেজারের আর কোট মধ্যে পার্থক্য কী? অনেকেই জানেন না

Sep 20, 2025 - 11:36
 0  3
ব্লেজারের আর কোট মধ্যে পার্থক্য কী? অনেকেই জানেন না

দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক শব্দই ব্যবহার করি, যা সম্পর্কে তেমন বিশেষ কিছু জানি না। ওসব শব্দ শুনে শুনেই অভ্যস্ত হয়ে যাই। এমনই দুটো শব্দ কোট আর ব্লেজার। অনেকটা একই ধরনের দুটি পোশাক। অথচ এদের মধ্যে রয়েছে পার্থক্য। বেশিরভাগ মানুষই যা জানেন না। আজ চলুন কোট আর ব্লেজারের পার্থক্য জানা যাক-

কোথাও ভ্রমণ করতে গেলে হোটেল, মোটেল, রিসোর্টের মধ্যে পার্থক্য জেনে রাখা ভালো। আবার রেল ভ্রমণে বগি ও কোচের পার্থক্য জানা উচিত। ঠিক তেমন, কিছু পোশাকেও পার্থক্য রয়েছে। আমাদের দেশে শীতকালে কোট ও ব্লেজারের কদর বাড়ে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই দুই পোশাকের পার্থক্য জানতে চেয়েছেন। আসলে কোট আর ব্লেজারের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। এদের মৌলিক পার্থক্য, কোট একটি স্যুটের অংশ। অর্থাৎ এর সঙ্গে প্যান্টও থাকে। অন্যদিকে ব্লেজার আলাদাভাবেও কেনা যায়। সেটি যেকোনো প্যান্ট, জিন্সের সঙ্গে পরা যায়।

যেকোনো আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় জায়গায় ব্লেজার পরা যেতে পারে। অন্যদিকে, কোট একটি স্যুট হিসেবে গৃহীত হয়। এটি অনেক বেশি আনুষ্ঠানিক পরিধান।

এই দুটো পোশাকের কাপড়ের ধরন ও রঙেও পার্থক্য আছে। সাধারণত কোট বা স্যুট গাঢ় রঙের হয়ে থাকে। ব্লেজার যেকোনো রঙের হতে পারে। কোট সাধারণত টেরি এবং উলেন টেক্সটাইলে তৈরি হয়। আর ব্লেজার লিনেন, কটন বা কাউড্রা যেকোনো কাপড়ের হতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow