১০০০ গোলের মাইলফলকের দৌড়ে এগিয়ে রোনালদো , পিছিয়ে নেই মেসিও

Sep 23, 2025 - 11:04
 0  3
১০০০ গোলের মাইলফলকের দৌড়ে এগিয়ে রোনালদো , পিছিয়ে নেই মেসিও

চিরতরুণ দুই কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে দেখে বোঝার উপায় নেই ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তারা। সৌদি প্রো লিগে রোনালদোর জোড়া গোল আর মেজর লিগ সকারে মেসির নৈপুণ্য আবারও প্রমাণ করল—তাদের জাদুতে ফুটবল দুনিয়া এখনো মুগ্ধ।

শনিবার সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের হয়ে জোড়া গোল করে দলকে ৫-১ ব্যবধানে জয় উপহার দেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে মাঠ মাতান লিওনেল মেসি। গোল করেন দুইটি, সতীর্থকে দিয়ে করান আরও একটি। তার নৈপুণ্যে মায়ামি জয় পায় ৩-২ ব্যবধানে।

দুজনেই ছুটছেন ফুটবল ইতিহাসের এক অনন্য রেকর্ডের দিকে—ক্যারিয়ারে ১০০০ গোলের মাইলফলক। আপাতত এই দৌড়ে কিছুটা এগিয়ে রোনালদো। শনিবারের পর তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫-এ। অর্থাৎ মাত্র ৫৫ গোল দূরে তিনি। এ মৌসুমে আল নাসরের হয়ে ৫ ম্যাচে ৪ গোল করেছেন তিনি। ধারাবাহিকতা থাকলে এ মৌসুমেই কিংবা সর্বোচ্চ আগামী মৌসুমে রেকর্ড ছুঁতে পারেন পর্তুগিজ তারকা।

অন্যদিকে, মেসির গোলসংখ্যা এখন ৮৮২। ১০০০-এর ক্লাবে ঢুকতে তাকে করতে হবে আরও ১১৮ গোল। ধারণা করা হচ্ছে, প্রায় আড়াই মৌসুম লাগতে পারে আর্জেন্টাইন মহাতারকার। প্রশ্ন হলো, তিনি কি ইন্টার মায়ামির জার্সিতেই এই মাইলফলক গড়বেন, নাকি দেশের মাটিতে ফিরে গিয়ে ইতিহাস রচনা করবেন?

আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) বলছে, পেশাদার ফুটবলে ৫০০ বা তার বেশি গোল করেছেন মাত্র ২৬ জন খেলোয়াড়। এর মধ্যে রোনালদো ও মেসি স্বাভাবিকভাবেই তালিকার শীর্ষে। তৃতীয় স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (৭৬২ গোল), এরপর রোমারিও (৭৫৬) এবং হাঙ্গেরির ফেরেঙ্ক পুসকাস (৭২৫)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow