মেসি ছাড়া আর্জেন্টিনার জয়, ভেনেজুয়েলাকে হারালো ১-০ গোল ব্যবধানে

Oct 11, 2025 - 10:21
 0  3
মেসি ছাড়া আর্জেন্টিনার জয়, ভেনেজুয়েলাকে হারালো ১-০ গোল ব্যবধানে

মায়ামিতে শুক্রবার আর্জেন্টিনা মেসির অনুপস্থিতিতেও প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে। হার্ড রক স্টেডিয়ামে লিওনেল স্কালোনির দল পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রাখে এবং একটি একক গোলের মাধ্যমে জয় নিশ্চিত করে।

ম্যাচের ৩১তম মিনিটে গোল করেন মিডফিল্ডার জিওভানি লো সেলসো। হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের চমৎকার সমন্বয়ে তৈরি হওয়া সুযোগটি লো সেলসোর বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষক হোসে কনত্রেরাস পরাস্ত হন।

মেসি ইন্টার মায়ামির গ্যালারিতে বসে সতীর্থদের পারফরম্যান্স উপভোগ করেন। আর্জেন্টিনা পুরো ম্যাচে ভেনেজুয়েলাকে খুব একটা সুযোগই দেয়নি। ডানপাশে নাহুয়েল মোলিনার দাপট, সামনে আলভারেজ ও মার্টিনেজের ধারাবাহিক হুমকি ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য বজায় রেখেছে।

৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার হার্ড রক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার সমর্থক। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা আরও কয়েকটি সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি।

ফ্লোরিডা সফরে এটি আর্জেন্টিনার প্রথম ম্যাচ। আগামী মঙ্গলবার ফোর্ট লডারডেলে পুয়ের্তো রিকোর বিপক্ষে তারা দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে। মূলত এই ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে আয়োজনের কথা ছিল, তবে যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক অভিবাসন নীতির কারণে স্থান পরিবর্তন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow