প্যান্টের চেইন খুললেই বউয়ের কাছে যাবে নোটিফিকেশন, বাজারে চলে এল স্মার্ট জিন্স

Jan 16, 2024 - 00:39
 0  95
প্যান্টের চেইন খুললেই বউয়ের কাছে যাবে নোটিফিকেশন, বাজারে চলে এল স্মার্ট জিন্স

সময়ের সাথে সাথে সবকিছু স্মার্ট হয়ে যাচ্ছে। স্মার্ট ফোন, ট্যাব এই সব কিছুর সাথে পাল্লা দিয়ে এবার স্মার্ট হবে জামা কাপড়ও। সম্প্রতি গাই ডুপন্ট নামে এক ব্যক্তি এমন একটি স্মার্ট প্যান্টের (Smart Pant) ভিডিও শেয়ার করেছেন যা দেখে হইচই পড়ে গেছে সারা বিশ্ব জুড়ে। এই স্মার্ট প্যান্টের চেন খুললেই নাকি সঙ্গে সঙ্গে সঙ্গিনীর কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন (Notification)। কিভাবে বা কেন তৈরি করা হলো স্মার্ট প্যান্ট?

গাই ডুপন্ট নামে ওই ব্যক্তি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে, প্যান্টের জিপ খুললেই সঙ্গে সঙ্গে পুশ নোটিফিকেশন পান ওই ব্যক্তি। শুধু তাই নয়, কতবার জিপ খোলা হচ্ছে বা কতবার বন্ধ করা হচ্ছে, এমনকি কতক্ষণের জন্য খোলা রয়েছে তার তথ্যও মোবাইলে রয়েছে। কিভাবে এই স্মার্ট প্যান্ট তৈরি করলেন তিনি?

ওই ব্যক্তি জানিয়েছেন, জিন্সের সঙ্গে একটি এফেক্ট সেন্সর সহ কিছু সুরক্ষা পিন কানেক্ট করা হয়েছে এবং জিপারের সঙ্গে একটি শক্তিশালী চুম্বক যুক্ত করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটিতে কিছু তার ব্যবহার করা হয়েছে যা ইএসপি- ৩২- এর সাথে কানেক্ট করা হয়েছে। ওয়াই আই এফ এল ওয়াই পরিষেবার মাধ্যমে মোবাইলে নোটিফিকেশন চলে যাবে যতবার জিন্সের চেন খোলা হবে। কিন্তু এই প্যান্টটি তিনি কেন তৈরি করেছেন?

টুইটারে ওই ব্যক্তি জানান, তিনি তার এক বন্ধুর অনুরোধে এই স্মার্ট প্যান্টগুলো তৈরি করেছেন। তার ওই বন্ধু চেয়েছিলেন এমন একটি প্যান্ট, যার জিপ খোলার সঙ্গে সঙ্গে তার সময় জানা যাবে। এই প্যান্টটি ঠিক তেমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে যখনই জিপ খোলা হবে, তখনই এফেক্ট সেন্সর কয়েক সেকেন্ডের জন্য চালু হয়ে যাবে এবং ফোনে চলে আসবে নোটিফিকেশন।

এই প্যান্টগুলিতে যেহেতু সেন্সর লাগানো রয়েছে তাই সাধারণ প্যান্টের মতো এগুলি ধোয়া যাবে না। মোবাইলের সঙ্গে এই সেন্সর সব সময় সংযুক্ত থাকার ফলে মোবাইলের ব্যাটারি বেশি তাড়াতাড়ি খরচ হয়ে যায়। তবে যে ব্যক্তির প্যান্টে এই সেন্সর লাগানো থাকে তার মোবাইলে যে শুধুমাত্র নোটিফিকেশন আসবে তা কিন্তু নয়, অন্য কেউ যদি সেই নোটিফিকেশন নিজের ফোনে সেট করে নেন তাহলে তার কাছেও নোটিফিকেশন চলে যাবে জিপ খোলার সঙ্গে সঙ্গে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow