বাবা-দিদির ‘অবৈধ সন্তান’ আলিয়া? বাবার সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন পূজা ভাট
মহেশ ভাট (Mahesh Bhatt) বলিউডের একজন নামী এবং দক্ষ পরিচালক। পরিচালকের সিনেমা নিয়ে যতটা না আলোচনা হয়, তার থেকে অনেক বেশি আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। ভাট পরিবারের সম্পর্কগুলি মানুষের বোধগম্য না হওয়ায় পূজা ভাট (Pooja Bhatt), আলিয়া ভাট (Alia Bhatt) এবং তাদের বাবাকে নিয়ে তৈরি করা হয়েছিল একটি অদ্ভুত সম্পর্কের সমীকরণ। এই গুজবের পরিপ্রেক্ষিতে অবশেষে মুখ খুললেন আলিয়ার সৎ দিদি।
মহেশ ভাট ব্যক্তিগত জীবনে দুবার বিয়ে করেছেন। মহেশের প্রথম স্ত্রী কিরণ ভাটের সন্তান হলেন রাহুল ভাট এবং পূজা ভাট। দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের দুই মেয়ে আলিয়া ভাট এবং শাহিন ভাট। পূজা এবং আলিয়ার মধ্যে বয়সের ব্যবধান প্রায় ২১ বছর। সৎ বোন হলেও পূজা এবং আলিয়ার বয়সের ব্যবধান এবং মুখের কিছুটা মিল থাকার কারণে অনেকেই পূজাকে আলিয়ার মা বলে ধরে নিয়েছিলেন একসময়।
নিজের মেয়েকেই বিয়ে করতে চেয়েছিলেন মহেশ ভাট!
আলিয়া এবং পূজাকে নিয়ে এই গুজব রটার আরো একটি কারণ হলো মহেশ ভাট নিজেই। একবার অতীতে একটি সাক্ষাৎকারে পরিচালক বলেন, “পূজা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি ওকে বিয়ে করতাম।” এছাড়াও পূজার ঠোঁটে ঠোঁট রেখে একবার ছবি তুলেছিলেন পরিচালক, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। শুধু তাই নয়, মহেশ এবং পূজার সম্পর্ক নিয়েও উঠেছিল বহু প্রশ্ন। এবার সব প্রশ্নের উত্তর দিলেন পূজা নিজেই।
পূজা এবং মহেশ ভাটের অবৈধ সন্তান আলিয়া?
আলিয়া প্রসঙ্গে পূজা বলেন, “আমার কাছে এটা ভীষণ বোকা বোকা একটা ব্যাপার। এই নিয়ে কোন মন্তব্য করতে আমার রুচিতে বাধে। এমন ভুল তথ্য যিনি ছড়িয়েছেন তার চিকিৎসার দরকার। আসলে বহু বছর ধরে এগুলি আমাদের দেশে হয়ে এসেছে। মেয়ে বা বৌদির সঙ্গে সম্পর্ক জড়িয়ে অনেক কথাই তৈরি হয় আমাদের দেশে। কারোর পরিবার নিয়ে নতুন নতুন গল্প করা আমাদের দেশে খুবই সাধারণ ব্যাপার। এই সব বিষয়কে পাত্তা দেওয়া আমার রুচিবিরুদ্ধ।”
কী বলেছিলেন আলিয়া ভাট?
এই বিষয়টি নিয়ে শুধু পূজা নয় কথা বলেছিলেন আলিয়াও। অনেক বছর আগে করন জোহরের টক শোতে এসে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া বলেন, “আমার সম্পর্কে সব থেকে অদ্ভুত গুঞ্জন যেটা আমি শুনেছিলাম তা হল আমি পূজার মেয়ে।” এই কথা বলে আলিয়া হাসতে শুরু করেন। তবে শুধু করন জোহরের সাক্ষাৎকারে নয়, আরো একবার এই প্রসঙ্গে কথা বলেছিলেন রণবীর ঘরণী।
একটি ছবির প্রচারে গিয়ে আলিয়া বলেন,” আমার বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম, শৈশবে এই সিদ্ধান্তের কোন প্রভাব আমার ওপর পড়েনি। আমি কখনোই এই বিষয়টি নিয়ে গুরুত্ব দেওয়ার কথা ভাবি নি। আমাদের সকলের মধ্যেই সম্পর্ক ভীষণ ভালো।”
What's Your Reaction?