ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল

Sep 20, 2025 - 10:53
 0  12
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল

পর্তুগাল আগামী রবিবার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসবে এই সপ্তাহের জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই। পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র‍্যাঙ্গেল চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় ইঙ্গিত দিয়েছেন যে দেশটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবছে।

গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থি সরকার আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে পর্তুগাল তখন সতর্ক অবস্থান বজায় রেখেছিল। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের মধ্যে অল্প কয়েকটি দেশই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যার মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস এবং কিছু সাবেক কমিউনিস্ট দেশ।
এদিকে আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। সূত্র : রয়টার্স

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow