৭ মিনিটে ২ লাল কার্ড, এমবাপের গোলে শীর্ষে ফিরল রিয়াল

ম্যাচের ৭৭ থেকে ৮৪, সাত মিনিটের মধ্যে দুটি লাল কার্ড দেখলেন গেতাফের দুই ফুটবলার। এর মাঝে রিয়ালের হয়ে দলের একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। রবিবার রাতে লা লিগার ম্যাচটি শেষ পর্যন্ত ১-০ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল জাবি আলানসোর দল।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখানো রিয়াল প্রথম হাফে গোলের গেরো খুলতে ব্যর্থ হয়। ৯টি শট নিলেও কাজে লাগেনি একটিও। ম্যাচের চিত্র বদলে যায় খেলার দ্বিতীয়ার্ধে। ৭ মিনিটের মধ্যে গেতাফের দুই ফুটবলার লাল কার্ড দেখেন। তার মাঝে একটি গোল হজম করে তারা।
মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন অ্যালেন নিয়ম। মাঝমাঠে ভিনিসিয়ুস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেয়ায় সরাসরি লাল কার্ড দেখেন তিনি। তার তিন মিনিট পরই গোল পায় রিয়াল। বদলি হিসেবে নামা গিলারের পাস পেয়ে গোল করেন এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি তারকা।
৮৪তম মিনিটে গেতাফের দ্বিতীয় ফুটবলার লাল কার্ড দেখেন। অ্যালেক্স সানক্রিস ফাউল করেন ভিনিসিয়ুসকে, তাকে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের ৭৪তম মিনিটে প্রথম হলুদ কার্ডটি দেখেছিলেন তিনি।
দুই খেলোয়াড় কমতি থাকায় শেষ পর্যন্ত আর পেরে উঠেনি গেতাফে। হার নিয়ে মাঠ ছাড়ে তারা। ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।
What's Your Reaction?






