নিউইয়র্কে আখতারের ওপর হামলা, আওয়ামী লীগ কর্মী আটক

Sep 23, 2025 - 10:47
 0  25
নিউইয়র্কে আখতারের ওপর হামলা, আওয়ামী লীগ কর্মী আটক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে হামলার ঘটনায় আটক হন মিজানুর রহমান, যিনি সিলেটের বাসিন্দা। নিউইয়র্কের জ্যাকসন হাইটস থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং হাতকড়া পরানো হয়।

হামলার বিষয়ে মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে আখতার হোসেন বলেন, “এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হলো, আওয়ামী লীগ জন্মগত ও প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। অন্তর্বর্তী সরকারের কাছে আমি তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় নিন্দা ও বিচারের দাবি জানিয়েছে এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ফেসবুকে এই হামলার নিন্দা জানিয়ে পোস্ট করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow