আমার মনের বয়স ১৬ থেকে ১৮ বছর: অভিনেত্রী কুসুম

Mar 25, 2025 - 10:59
Mar 25, 2025 - 11:02
 0  31
আমার মনের বয়স ১৬ থেকে ১৮ বছর: অভিনেত্রী কুসুম

দেশের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার, যিনি দীর্ঘ ক্যারিয়ারে ছোট ও বড় পর্দায় সমান জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি নিজের সৌন্দর্য ও ফিটনেসের জন্যও বরাবরই আলোচনায় থাকেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্যারিয়ার, বয়স ও স্টারডম নিয়ে কথা বলেন কুসুম শিকদার। সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “মানুষের ভালোবাসা পাওয়া শিল্পীদের জন্য সবচেয়ে বড় অর্জন। কেউ অযথা সমালোচনা করলে আমি সেটাকে এড়িয়ে চলি।”

বয়স নয়, মনের তারুণ্যই আসল
অভিনেত্রীর বয়স নিয়ে প্রায়ই আলোচনা হয়। এবারও হাসিমুখে উত্তর দিলেন কুসুম শিকদার—“হ্যাঁ, আমার শরীরের বয়স সবাই জানে। তবে আমার মনের বয়স সবসময় ১৬ থেকে ১৮ বছরের মধ্যে থাকে, এর বেশি বাড়ে না।”

তিনি আরও জানান, “ইনশাআল্লাহ, বেঁচে থাকলে আগামী ১২ এপ্রিল আমার বয়স হবে ৪৪ বছর।”

ফিটনেসের রহস্য
এই বয়সেও তারুণ্য ধরে রাখার বিষয়ে কুসুম বলেন, “আমি সবসময় ইতিবাচক থাকি, হাসিখুশি থাকি এবং মন ফ্রেশ রাখার চেষ্টা করি। এমন মানুষদের সঙ্গেই চলি, যারা আমাকে পজিটিভ এনার্জি দেয়। আর যারা স্ট্রেস বা কষ্ট দেয়, তাদের এড়িয়ে চলি।”

কুসুম শিকদারের এ বক্তব্যই প্রমাণ করে, বয়স শুধুমাত্র একটি সংখ্যা, আসল বিষয় হলো মানসিকতা ও জীবনধারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow