হানিমুনে কোথায় গেলেন মৌসুমী হামিদ?

Jan 16, 2024 - 00:10
 0  137
হানিমুনে কোথায় গেলেন মৌসুমী হামিদ?

শুক্রবার (১২ জানুয়ারি) আবু সাইয়িদ রানার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এর আগে বেশ ঘটা করে গায়ে হলুদও অনুষ্ঠিত হয়। বিয়ের পর্ব শেষ করে মৌসুমী হামিদ ছুটেছেন মধুচন্দ্রিমায়।

হানিমুন নিয়ে মৌসুমী হামিদ তার ফেসবুকে লিখেছেন, ‘এটা আমাদের অফিসিয়াল হানিমুন নয়। তবে একেও হানিমুন বলা যেতে পারে।’ দেখে মনে হচ্ছে সাগর পাড়েই তারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু কোথায় গেছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী।

অভিনেত্রী জানান, অনেকদিন ধরেই আমার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তবে আমি শুধু একজন ভালো মানুষের খোঁজে এতদিন অপেক্ষা করেছি। এরই মধ্যে রানার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা। পরে আমরা দুজনই পরিবারকে জানিয়েছি। দুই পরিবার রাজি হওয়ার পর এই আনুষ্ঠানিকতা।

মৌসুমীর বর লেখক ও নির্মাতা আবু সাইয়িদ রানা। আগেও রানার লেখা গল্পে অভিনয় করেছেন মৌসুমী। ‘রূপকথা নয়’ ও ‘গুটি’ ছিল তাদের অন্যতম কাজ।

নায়িকার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কাজের সূত্রে দুই বছর আগে মৌসুমীর সঙ্গে পরিচয় হয় হবু বর আবু সাইয়িদ রানার। পরিচয় থেকে প্রণয়ের পর এখন পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।

সাতক্ষীরার মেয়ে মৌসুমী হামিদ একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তার জনপ্রিয়তা বাড়তে থাকে ২০১০ এ লাক্স-চ্যানেল আই সুপারস্টার-এ রানার্স আপ হওয়ার পর থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow