ফেসবুকে এসব পোস্ট করলে যেতে পারেন জেলে

যত দিন যাচ্ছে, ফেসবুকে মানুষ অর্থহীন, অশ্লীল, নিম্নরুচির ছবি, ভিডিও, রিলস এমনকি লাইভ করে দিচ্ছে। বেডরুম থেকে ড্রয়িং রুম ব্যক্তিগত সব মুহুর্ত এখন প্রকাশ্যে। এক অর্থে যা জীবন, তাই যাপন হয়ে উঠছে। যাপনের উত্সবে মেতে উঠেছে সকলে।
সময়ের সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়া আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। আর সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মাধ্যম ফেসবুক। রেস্তরাঁয় খাওয়া থেকে মহাকুম্ভে স্নান, বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে অফিসের পিকনিক, বাড়ির পুজো পার্বণ থেকে অন্তরঙ্গ নানা মুহূর্তই পোস্ট করা হয়। যত দিন যাচ্ছে, ফেসবুকে মানুষ অর্থহীন, অশ্লীল, নিম্নরুচির ছবি, ভিডিও, রিলস এমনকি লাইভ করে দিচ্ছে। বেডরুম থেকে ড্রয়িং রুম ব্যক্তিগত সব মুহুর্ত এখন প্রকাশ্যে। এক অর্থে যা জীবন, তাই যাপন হয়ে উঠছে। যাপনের উত্সবে মেতে উঠেছে সকলে। নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি বন্ধু, পরিবার বা পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন অনেকেই। কিন্তু জানেন কি, সারাক্ষণ কিছু না কিছু পোস্ট করতে গিয়ে এমন কিছু পোস্ট করেই ফেলতে পারেন আপনি, যার জন্য জেলেও যেতে হতে পারে!
What's Your Reaction?






