ছেলেদের যে বিষয়গুলো মেয়েরা সবার আগে খেয়াল করে

Sep 24, 2025 - 11:58
 0  18
ছেলেদের যে বিষয়গুলো মেয়েরা সবার আগে খেয়াল করে

পরিচিত-অপরিচিত কত মানুষের সঙ্গেই আমাদের দেখা হয় প্রতিদিন। পথ চলতে, শপিং মলে, কোথাও ঘুরতে গিয়ে, রেস্টুরেন্টে কিংবা অফিসে। কারও কারও সঙ্গে কথাও হয় কিছুক্ষণ হয়তো।

কোনো পুরুষের সঙ্গে দেখা হলে মেয়েরা প্রথমেই কিছু বিষয় খেয়াল করে। মূলত ছেলেটি সম্পর্কে ধারণা করার জন্যই তাদের এই খুঁটিনাটি দেখা। চলুন জেনে নেয়া যাক, মেয়েরা প্রথমে কোন বিষয়গুলো খেয়াল করে-

ছেলেটির দৃষ্টি কোথায়: কোনো অপরিচিত মানুষের দিকে তাকানোর সময় মেয়েরা তাদের চোখের দিকে প্রথমে তাকায়। সেই মানুষটি ঠিক কোথায় তাকিয়ে আছে এবং কী দেখছে সেটা বোঝার চেষ্টা করে। পুরুষের দৃষ্টি কোনদিকে, তা দেখে তার মানসিকতা ও চরিত্রের বিষয়ে কিছুটা আন্দাজ করা যায়।

পরিচ্ছন্নতা: মেয়েদের কাছে পরিচ্ছন্নতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ ছেলেটি কতটা পরিষ্কার-পরিচ্ছন্ন বা তার জুতা কতটা পরিষ্কার এটাও বড় বিষয় ৷ এসব বিষয় বিশেষভাবে নজরে পড়ে মেয়েদের ৷

পোশাকের ধরন: যেকোনো মানুষের জন্যই পোশাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ ৷ কী ধরনের পোশাক পরে আছে, তা দেখে কিছুটা ধারণা তো করাই যায়। তাই কোনো ছেলেকে দেখলে তার পোশাকের দিকে মেয়েরা খেয়াল করে। তাই মেয়েদের কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার জন্য পোশাকের দিকে নজর দেয়াও সমান জরুরি।

বডি ল্যাঙ্গুয়েজ: বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয় মনের আয়না। মেয়েরা তাই ছেলেদের এই বিষয়টিও খেয়াল করে। সেখান থেকে সহজেই অনেককিছু বুঝতে পারা সম্ভব।

ছেলেটির জুতার ধরন: পোশাকের পাশাপাশি জুতার দিকেও খেয়াল করে মেয়েরা ৷ খুব সুন্দর জামাকাপড় পরে অপরিষ্কার জুতা পরলে একদমই দেখতে ভালো লাগবে না ৷ ভালো ইম্প্রেশন তৈরির জন্য মানানসই জুতা পরাও জরুরি৷

খরচের হাত: ছেলেটি কেনাকাটা করলে বা রেস্টুরেন্টে খেলে সে কেমন খরচ করছে সেদিকেও খেয়াল করে মেয়েরা। কারণ তার খরচের ধরন দেখেই বোঝা যায় সে কিপ্টে না-কি খরুচে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow