দ্রুতই হচ্ছে নতুন দুই বিভাগ ও দুই উপজেলা

Sep 28, 2025 - 11:18
Sep 28, 2025 - 11:30
 0  25
দ্রুতই হচ্ছে নতুন দুই বিভাগ ও দুই উপজেলা

সরকার নতুন দুটি প্রশাসনিক বিভাগ—ফরিদপুর ও কুমিল্লা—গঠনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি নতুন দুটি উপজেলা সৃষ্টিরও সিদ্ধান্ত হয়েছে। আগামী মাসে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

দেশে নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রক্রিয়া চূড়ান্তের পথে। ফরিদপুর ও কুমিল্লা নামেই গঠন করা হবে এই দুটি বিভাগ। একইসঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ি ভেঙে ‘ফটিকছড়ি উত্তর’ এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা উপজেলা’ গঠনের খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত ডেইলি স্টার অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ অধিবেশন শেষে দেশে ফেরার পর অক্টোবরের প্রথম সপ্তাহেই নিকার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেই এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন আসতে পারে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লাকে নতুন বিভাগ হিসেবে এবং দুটি নতুন উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, ফরিদপুর বিভাগ গঠিত হবে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে। অন্যদিকে কুমিল্লা বিভাগ হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলা নিয়ে।

বর্তমানে দেশে মোট আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে—ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে বিভাগে উন্নীত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow